টেলিভিশন জগতের দুই জনপ্রিয় মুখ ঈপ্সিতা-অর্ণব। জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন দুজনে। সেই কথা জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামী ডিসেম্বরে ধুমধাম করে সামাজিকভাবে বিয়ের পর্ব সারার কথা ছিল এ জুটির। এর মাঝেই ছন্দপতন।
বেশ কয়েকদিন ধরেই দুজনের সম্পর্কের অবনতি হয়েছে। এ নিয়ে চর্চাও কম হয়নি বিনোদন পাড়ায়। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন ঈপ্সিতা-অর্ণব। তবে ঈপ্সিতা বলেছেন, যদি কিছু জানানোর হয়- অবশ্যই স্বেচ্ছায় সামাজিক মাধ্যমে জানাব।
এদিকে অর্ণব বললেন, আপাতত আলাদা আছি। আর কিছু বলা সম্ভব না।
এদিকে সোশ্যাল মিডিয়ায় আজও নিজেদের ফলো করছেন তারা। সম্পর্ক নিয়ে রাখঢাক থাকলেও জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।
এ মুহূর্তে ‘ধূলোকণা’ এবং ‘এক্কাদোক্কা’, ম্যাজিক মোমেন্টসের এই দুই ধারাবাহিকে দেখা যাচ্ছে ইপ্সিতাকে। পাশাপাশি খুব শিগগিরই বড় পর্দায় নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে হিরোইনের ভূমিকায় থাকছেন তিনি, বিপরীতে ‘ভটভটি’ খ্যাত ঋষভ বসু।
জি বাংলার ‘আলো-ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ অর্ণব-ইপ্সিতার। সেখান থেকেই বন্ধুত্ব গাঢ় হয়। এরপর প্রেম আর বিয়ে। এই জুটির ৯ মাসের সংসারে যেন ভাঙন না ধরে, সেই প্রার্থনাই করছেন তাদের ভক্তরা।