আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই পর্দা উঠছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। তবে আসর শুরুর আগে বিপাকে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিজের প্রিয় আইফোন হারিয়ে ফেলেছেন তিনি।
ভুলোমনা হিসেবে ব্যাপক পরিচিত রোহিত। প্রায়ই পাসপোর্ট, ফোন, দরকারি কাগজ হারিয়ে ফেলেন তিনি। এবার আইফোন হারালেন হিটম্যান। রাজকোটে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন করেন রোহিত। সেদিনই ঘটে এই ঘটনা।
এদিন ম্যাচের প্রস্তুতি নিতে নেট সেশনে অংশ নেন রোহিত। এর ফাঁকেই আইফোন খোয়ান ফ্লিক শটের মাস্টার। পরে ফোনের সুইচ অফ পান তিনি। লোকেশন ট্র্যাক করে দেখা যায়, সবশেষ সেটি রিং রোডে রয়েছে। তবে এখনো পুলিশে অভিযোগ জানাননি তিনি। কিন্তু ফোনটিও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)রাজকোট ছেড়ে গৌহাটি চলে এসেছে ভারতীয় দল। ফোন, ওয়ালেট, আইপ্যাড হারিয়ে ফেলা রোহিতের নতুন কিছু নয়। একবার বিয়ের আংটিও হারিয়ে ফেলেছিলেন তিনি। প্রায় ৬ বছর আগে এক অনুষ্ঠানে রোহিতের এই ভুলোমনের কথা বলেন কোহলি।
কিছু দিন আগে এশিয়া কাপ জিতে দেশে ফেরার প্রস্তুতি নেয় ভারতীয় দল। সেখানে শ্রীলংকায় থাকা হোটেলে নিজের পাসপোর্ট ফেলে রেখে আসেন রোহিত। এ কথা শুনে হাসির রোল ওঠে। লজ্জায় পড়ে যান তিনি। কারণ, দেশে ফেরা হতো না তার। শেষ মুহূর্তে বেঁচে যান টিম ইন্ডিয়ার কাপ্তান।