12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

নির্বাচনের মাঠে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর...

উন্নয়ন-অর্জন এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

নিপুণ রায়সহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কেরানীগঞ্জে মামলা

রাজধানীর কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর...

পুলিশের কর্মকাণ্ড নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এই...

ভোর হলেই কালীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজনীতিভোর হলেই কালীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবরটি শেয়ার করুন

সালাহ উদ্দিন সৈকত গাজীপুর প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি রোববার কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । পৌরসভার মোট ১৭টি ভোটকেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে ।

নির্বাচন অফিস থেকে জানা যায়, নির্বাচনে ১৭টি ভোট কেন্দ্রে ১২০টি বুথে ভোট গ্রহণ করা হবে। আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে।

এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম রবীন হোসেন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ মৃধা(ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. চাঁন মিয়া (হাত পাখা) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. লুৎফুর রহমান (নারিকেল গাছ)। এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস থেকে জানা যায়,প্রায় ১৫.২০ বর্গকিলোমিটার আয়তনের কালীগঞ্জ পৌরসভায় ১৭টি ভোটকেন্দ্র রয়েছে।এসব কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৬ হাজার ৬৪০ জন।এদের মধ্যে এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও নারী ভোটার ১৮ হাজার ৩১৯ জন।এবার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন ভোটাররা।

কালিগঞ্জ পৌর নির্বাচনের শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে ।কেন্দ্রগুলোয় তিন স্তরের নিরাপত্তা থাকবে।গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সকল কেন্দ্রে বাড়তি নিরাপত্তা হিসেবে একজন পুলিশ পরিদর্শক, একজন করে এসআই এবং চারজন কনস্টেবল দায়িত্ব পালন করবেন ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক চ্যানেল মুসকান কে বলেন,নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’ এর প্রাসঙ্গিক আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি (মোট ১০০ সদস্য), ৭৫ জন র‌্যাব সদস্য, পুলিশ এবং আনসারের ৪৯৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে । প্রতি কেন্দ্রে একজন করে এসআই, একজন করে এএসআই এবং চারজন করে কনস্টেবল মোতায়েন থাকবে। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে ৫জন করে পুরুষ ও ৩জন করে নারী আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।

এ ছাড়া ১৭টি ওয়ার্ডে একটি করে পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবে।সঙ্গে স্ট্রাইকিং ফোর্স থাকবে ৩টি।স্ট্যান্ডবাই থাকবে পুলিশের ১৩ সদস্যের আরও একটি টিম।এছাড়া ৬ টি চেকপোস্টে পুলিশ মোতায়েন থাকবে।সব মিলিয়ে নির্বাচনী এলাকায় ৩৫১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

 

আরও পড়ুন : কারাগারে লেখক মুশতাকের মৃত্যু

Check out our other content

Check out other tags:

Most Popular Articles

x