অনলােইন ডেস্ক : ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্লেভারস অফ লাভ। এই প্রগ্রামে থাকছে মিউজিক্যাল নাইট, কাপল ড্যান্স ও ফ্যাশন শো।
প্রগ্রামে ব্যাক ড্রপ স্পন্সর এলিট কসমেটিকস লিমিটেড, ড্রেস পাটর্নার আর্ট ফ্যাশন।
১৩ ফেব্রুয়ারিতে ১ মঞ্চ মাতাবেন ৩ কোরিওগ্রাফার। ফ্যাশন শো কোরিওগ্রাফি করবেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার সৌরভ সোহাগ। ড্যান্স কোরিওগ্রাফার রোমেল খালেদ ও রিমন। ড্রেস ডিজাইনার হোসেন ইমন। ভ্যালেন্টাইনের এই বিশেষ প্রগ্রামটি রাজধানীর একটি ৫ তারকা হোটেলে রাত ৮টা থেকে ১২.৩০ মিনিট পযন্ত চলবে।
আরও পড়ুন : আবার প্রতারণার শিকার অসহায় এক নারী
এই সংবাদ দেখেছেন
৫৩৫