1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
মাঠে এসে ফুটবল দেখুন, আহ্বান তামিমের
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

মাঠে এসে ফুটবল দেখুন, আহ্বান তামিমের

  • প্রকাশ : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২ জন দেখেছে
মাঠে এসে ফুটবল দেখুন, আহ্বান তামিমের
খবরটি শেয়ার করুন

প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় সফরকারীদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ দিন গ্যালারিতে উপস্থিত থেকে খেলা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশসেরা এই ওপেনার। তামিম বলেন, ‘আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ ও সুযোগ-সুবিধা দুর্দান্ত।’

জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের চেয়ে ফুটবলকে এগিয়ে রাখেন তামিম। সেইসঙ্গে সবাইকে মাঠে এসে খেলা দেখার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও জনপ্রিয়, তবে ফুটবলই এগিয়ে। সবাইকে মাঠে এসে পরিবার নিয়ে খেলা দেখার অনুরোধ করব। সবাই মাঠে এলে এ দেশের ফুটবলই উপকৃত হবে।’

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews