মালদ্বীপের বিপক্ষে জিতলেও বছরজুড়ে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার পারফরম্যান্স ছিল হতাশাজনক। দলের কোচ হিসেবে তাই কাবরেরার ভবিষ্যত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, সহ-সভাপতি ফাহাদ করিম।
এদিকে নতুন বছরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দলের জন্য শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সফরে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনার কথাও জানান ফাহাদ করিম।
বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের আগেই বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে, চাকরি হারাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে, ম্যাচের পর উল্টে গেল পাশাপার দান। পুরো বছরে এই প্রথম চেনা ছন্দে পাওয়া যায় লাল সবুজকে। পুরো বছরে আট ম্যাচে লাল সবুজ জয় পায় মাত্র দুটিতে। সেপ্টেম্বরে ভুটানের মাটিতে ১-০ গোলের জয়ের পর, বছরের শেষ দিকে মালদ্বীপের বিপক্ষে সঙ্গী হল আরও একটি জয়।
তবে, জিতলেও বছরজুড়ে কাবরেরা পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বাফুফে। তার চাকরি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেডারেশন। ফেডারেশনের পরবর্তী সভায় এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজকের জয়টা খুবই স্বস্তির। কিন্তু আমি যদি সামগ্রিক পারফরম্যান্স দেখি, শেষ অনেকগুলো ম্যাচের, তাহলে সেটা কিন্তু সন্তোষজনক না। আমাদের ন্যাশনাল টিম কমিটি, ট্যাকটিকেল কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটি এ সপ্তাহে বসবে। আশা করি, শিগগিরই একটা সিদ্ধান্ত জানতে পারব।’
দাপুটে জয়ের পর নতুন বছরে পুরুষ ফুটবলারদের পাশাপাশি নারী ফটুবল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। ফিফা উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানালেন সহ সভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, ‘অবশ্য আমরা আমাদের তুলনায় ভালো দলের সঙ্গে খেলতে যাব। যাতে ওই পারফরম্যান্সে আমাদের র্যাঙ্কিংয়ে এবং দলের প্রস্তুতিতে প্রভাব পড়ে। চেষ্টা করব, উইন্ডোতে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলে সদ্ব্যবহার করার।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সফর স্মরণীয় করে রাখতে জাঁকজমকপূর্ণ আয়োজন করতে চায় ফেডারেশন। তার কাছ থেকে প্রাপ্তির আশা করছে ফুটবলের অভিভাক সংস্থাটি।
এ বিষয়ে ফাহাদ বলেন, ‘নারী এবং পুরুষ, দুটো দল নিয়েই ভাবনা আছে। অবকাঠামো নিয়ে ভাবনা আছে। দুইশ’র বেশি সদস্য (ফিফার)। এর মধ্যে তিনি (ফিফা সভাপতি) বাংলাদেশে আসছেন, এটা অনেক বড় বিষয়। অবশ্য ওনার সফরকে স্মরনীয় করে রাখব।’