Facebook
Twitter
WhatsApp

মা বিদিশার হাত থেকে বাঁচতে এরিকের আকুতি

image_pdfimage_print

মা বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে নিজেকে অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করতে সহায়তা চেয়েছেন এরশাদপুত্র এরিক এরশাদ।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে পুলিশের সহযোগিতায় প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে বিদিশাকে বের করে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন এরশাদপুত্র।

এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে ফোন করে মা বিদিশার বিরুদ্ধে অভিযোগ তোলেন এরিক।

কাজী মামুনুর রশিদের সঙ্গে এরিকের কথোপকথনের একটি অডিও পাওয়া গেছে।

অডিওতে বলতে শোনা গেছে আয়েশা নামে একটি মেয়ে আছে। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক আছে, এই অভিযোগ তুলে আয়েশাকে বের করে দিয়েছে। কিন্তু তার সঙ্গে তো আমার শারীরিক সম্পর্ক নেই।

মা বিদিশাকে ‘মীরজাফর’, খুনি এরশাদ শিকদারের সঙ্গে তুলনাও করেন এরিক। এরশাদপুত্র বলেন, ‘আমার বাঁচাটা জরুরি। আজকে তিনি (বিদিশা) যদি এই বাসায় থাকেন তাহলে আমি এই বাসায় থাকব না।’

এ সম্পর্কে জানতে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ বলেন, ‘এরিক এরশাদ এখন তার মায়ের কাছে বন্দি। আমাদের (ট্রাস্টের) সব সদস্যসহ গণমাধ্যমকর্মীদের সামনে এরিককে খোলামেলা কথা বলতে দিলে সব পরিষ্কার হয়ে যাবে।’

মামুনুর রশিদ বলেন, ‘এরিক আমার কাছে সহায়তা চেয়েছেন। তার মা তাকে মানসিক অত্যাচার করছেন। তার অডিও বার্তা তো আমার কাছে রয়েছে। এই জিডিতে স্বাক্ষর কার তা খতিয়ে দেখা উচিত।’

এরশাদ ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট রুবায়েত বলেন, ‘এরিকের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজ ট্রাস্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এরিক অবরুদ্ধ। এরিকের মা বিদিশা এক মাস আগে এরিকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে গেছে।’

অন্যদিকে একটি সূত্র বলেছে, এরশাদ ট্রাস্টের টাকা ও সম্পত্তি নিয়ে মূলত কাড়াকাড়ি। কারণ এই ট্রাস্টে সাড়ে ১৫ কোটি টাকা এফডিআর করা আছে। এ থেকে প্রতিমাসে ৬ লাখ টাকা আয় হয়। এ ছাড়া ট্রাস্টের অধীনে গুলশানে ২ হাজার স্কয়ার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এ থেকে মাসে ৪৫ হাজার টাকা আয় হয়। বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে এখান থেকে ২৫ হাজার টাকা আয় হয়। গুলশানে একটি দোকান রয়েছে এখান থেকে মাসে ২ লাখ টাকা আয় হয়। রংপুরে একটি কোল্ডস্টোরেজ রয়েছে। এই কোল্ডস্টোরেজের সব খরচ বাদ দিয়ে বছরে ৩০ লাখ টাকা আয় হয়ে থাকে। এ সব টাকা ট্রাস্টের মাধ্যমে এরিক সুবিধাভোগী।

এরিক এরশাদের সঙ্গে কথা বলার জন্য তার মা বিদিশার কাছে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ি। বেশ কয়েকদিন হলো অটো রাইস মিলের কার্যক্রম শুরু হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, প্রধান সড়কে চলাচলকারী অনেকেই মোটরবাইক ও বিভিন্ন ছোট ছোট যানবাহনের যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে। কারণ মিলের চুল্লির ছাই উড়ে গিয়ে পথচারীদের চোখে প্রবেশ করছে। এ ছাড়াও এসব ছাই পড়ছে জমি ফসলের ওপর ও পুকুরে। এতে নষ্ট হচ্ছে প্রায় কয়েক হাজার বিঘা জমির খাদ্যশস্য গম, সরিষা, ভুট্টা, মসুরিসহ বিভিন্ন ফসল। সেই সঙ্গে মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে পাশের পুকুরটিও। দূষিত হচ্ছে এলাকার পরিবেশ।

 

চাষি কুদ্দস আলী বলেন, আমার দুই বিঘা জমির গম সব নষ্ট হয়ে যাচ্ছে রাইস মিলের বর্জ্যতে। বারবার মিল মালিকের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। মেহেরপুর হোটেল বাজারের চাল ব্যবসায়ী সামসুদ্দিন বলেন, মিলের চুল্লির ছাই গিয়ে পড়ছে আমার কলা বাগানে। এতে নষ্ট হয়ে যাচ্ছে কলাগাছ। পাশর্^বর্তী পুকুরের মাছ চাষি দুলাল মাহমুদ বলেন, প্রায় দুই বিঘা আয়তনের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ করে আসছি। মাছ চাষেই আমার সংসার চলে। কিন্তু কয়েকদিন যাবৎ ছাই পুকুরের পানি দূষিত হয়ে গেছে। বেশ কিছু মাছও মারা গেছে।

মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ শাহী উদ্দীন মিল্টন বলেন, অতিরিক্ত শব্দ দূষণ, দুর্গন্ধ ও ছাইয়ের কারণে আমাদের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ডাইমন্ড অটো রাইস মিলের মালিক হাবিবুর রহমান হাবিব জানান, নিয়ম মেনেই আমি রাইস মিল চালাচ্ছি। ছাই তো উড়বেই। বাতাস যেদিকে যাবে, ছাইও সেদিকে যাবে।

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, আমি যতদূর জানি, এখনও ডাইমন্ড অটো রাইস মিলকে কোনো ট্রেড লাইসেন্স প্রদান করা হয়নি। এ বিষয়ে পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান সময়ের আলোকে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। আমরা নোটিস দেব। যদি পরিবেশদূষণ বন্ধ না হয় তবে মিলটি বন্ধ করে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x