1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন

  • প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩ জন দেখেছে
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন
খবরটি শেয়ার করুন

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর ও পুলিশের দু’টি গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনরত পোশাকশ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

জানা গেছে, বিভিন্ন দাবিতে ডাইনা নামে একটি পোশাককারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। এ সময় পোশাকশ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি গোলাম মোস্তফা এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : পল্লবীতে গুলিবর্ষণে নারী হত্যায় ২জন গ্রেপ্তার

তিনি জানান, পুলিশ ও সেনাবাহিনীর দু’টি পরিবহনে অগ্নিসংযোগ করেছে পোশাকশ্রমিকরা। এ ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশ ও সেনা সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।

এ মুহূর্তে দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গাড়ির আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে।

স্থানীয়রা জানায়, এই সঙ্ঘাত প্রায় এক ঘণ্টা ধরে চলে। ফলে দুই ঘণ্টার জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews