নিজস্ব প্রতিবেদক : মিরপুর কাটা কাপড় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্টি হয়েছে।

২০ মার্চ রাজধানীর মিরপুর, সেকশন-১০, এভিনিউ-০১, সকাল ০৯.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত (বিরতিহীনভাবে) ভোট গ্রহন করা হয়। উক্ত নির্বাচনে ২২ জন প্রার্থীর মধ্যে মোট ১২ (বার) টি পদে নির্বচিত হয়েছে।

নির্বাচিত হয়েছেন যারা :
চেয়ার মার্কায়, সভাপতি পদে ১২৯ ভোটে নির্বাচিত হয়েছেন, মোঃ ফারুক হোসেন
মই মার্কায়, সহ-সভাপতি পদে ১৫২ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ হুমায়ন কবির
গোলাপফুল মার্কায়, সাধারন সম্পাদক পদে ১৪০ ভাটে নির্বাচিত হয়েছেন, হাজ্বী মোঃ আবুল হাসেম
মোমবাতি মার্কায়, যুগ্ন-সাধারন সম্পাদক পদে ১৫০ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ মানিক মিয়া
বাস মার্কায় অভ্যন্তরীন অডিটর পদে ১৫৪ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ আবুল কালাম
দোয়াত-কলম মার্কায়, কোষাদ্যক্ষ পদে ১৫৮ ভাটে নির্বাচিত হয়েছেন, হাজ্বী মোঃ আঃ রশিদ শেখ
রিক্সা মার্কায়, পরিচালক সদস্য পদে ১৫৯ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ আনোয়র হোসেন
কলস মার্কায়, পরিচালক সদস্য পদে ১৫৩ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ ফজলুল হক মুন্সী
ঘরিন মার্কায়, পরিচালক সদস্য পদে ১৪৬ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ বাবুল বেপারী
বই মার্কায়, পরিচালক সদস্য পদে ১৫২ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ মিঠু আহম্মেদ
উড়োজাহাজ মার্কায়, পরিচালক সদস্য পদে ১৬৫ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ মোশারফ হোসেন
হাতপাখা মার্কায়, পরিচালক সদস্য পদে ১৫১ ভাটে নির্বাচিত হয়েছেন, মোঃ সামসুল আলম
আরও পড়ুন : কালিয়াকৈরের রতনপুরে বিধ্বস্ত আগুনে চব্বিশটি বাড়ি পুড়ে ছাই ।
আরও পড়ুন : রাজধানীতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান