Facebook
Twitter
WhatsApp

যে কারণে গণমিছিলে নেই রব মান্না ও নুর

image_pdfimage_print

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে আজ গণমিছিল ও সমাবেশ করছে বিএনপি এবং সমমনা দলগুলো। তারা আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেছে।

সাত-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ দুপুরের আগেই সমাবেশ ও গণমছিল করেছে। এতে মঞ্চের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন। তবে এই জোটের অন্যতম প্রধান তিন নেতা জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর অংশ নেননি। তবে তাদের দলের সিনিয়র নেতারা এতে অংশ নিয়েছেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ থাকায় গণমিছিলে অংশ নিতে পারেননি বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আর জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর দেশের বাইরে থাকায় গণমিছিলে অংশ নিতে পারেননি বলে জানা গেছে।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আগামী ১১ জানুয়ারি রাজধানীতে গণঅবস্থানের কর্মসূচি দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু আজ এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। এ মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x