আফগানিস্তানকে গুঁড়িয়ে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা। এজন্য নিজেদের ‘ব্র্যান্ড’ ক্রিকেট খেলতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।
মঙ্গলবার ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ম্যাচের আগের দিন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তিনি বলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
আফগানিস্তান ম্যাচে স্পিনারদের নিয়ে তিনি আরো বলেন, ‘স্পিনাররা ভালো করেছে। তবে তাদের দক্ষতার বাইরে বড় বিষয় হলো তারা উইকেটটা বুঝতে পেরেছিল (প্রথম ম্যাচে)। এরপর তারা পরিস্থিতি বুঝে বল করেছে। আমি নিশ্চিত, (ইংল্যান্ডের বিপক্ষে) এ দুই স্পিনারই (সাকিব ও মিরাজ) বল করবে, কন্ডিশন বুঝে পিচের চরিত্র অনুযায়ী তারা বল করবে।’