গত ০১/০৪/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮.২০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ থানাধীন ৪/১/এ আজিমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৯৯৪ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাছুম মিয়া (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও ৭,২৪৫/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ লালবাগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন : টাঙ্গাইলের মধুপুরে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার।
আরও পড়ুন : অবসর নিতে যাচ্ছেন তামিম!
এই সংবাদ দেখেছেন
৩,৬৭৯