নিজস্ব প্রতিবেদক : ২৩ শে ডিসেম্বর বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে অনলাইন টিভি, চ্যানেল মুস্কান ও বাংলার রাজ–২৪ ডট কম এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে প্রতিষ্ঠানের নতুন বার্তা বিভাগীয় কার্যালয়, মিরপুর –১২, বাউনিনয়াবাধ সুইচগেইট বার্তা কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠান ও নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি মাননীয় সংসদ সদস্য ( ঢাকা ১৬ ) ও চ্যানেল মুস্কান এর প্রধান উপদেষ্টা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবু জাফর সূর্য সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) প্রধান সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও টাইমসৃ অব বাংলাদেশ।

সাইদুর রহমান রিমন সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন। মঞ্জুর রহমান মনু মোল্লাহ্ সাংগঠনিক সম্পাদক, পল্লবী থানা আওয়ামী লীগ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মাসুদ জিয়া চেয়ারম্যান ও প্রকাশক চ্যানেল মুস্কান এবং বাংলার রাজ ২৪ ডট কম ও শাহাজাদা শামস ইবনে শফিক, সম্পাদক চ্যানেল মুস্কান ও বাংলার রাজ ২৪ ডট কম।
