নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সুবর্ন জয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
বুধবার বিকাল ৪ ঘটিকার সময় রাজধানীর মিরপুর সিটি ক্লাব মাঠে ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপির ভাতিজা সাইফ আলী মোল্লাহ এর উদ্যোগে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লবী ও রূপনগর থানা ও ওয়ার্ড পর্যায়ের অনেক নেতা কর্মীরা।

উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সে সময় দেশের দুই বিখ্যাত কন্ঠ শিল্পী মমতাজ ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস সঙ্গীত পরিবেশন করেন সে সময় মাঠে সঙ্গীত উপভোগ করতে জড়ো হয় হাজারো জনতা একপর্যায়ে মাঠে পা ফেলার মত জয়গা ছিলোনা।
আরও পড়ুন : গাজীপুরে রোগীকে মারধরের ঘটনায় অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আরও পড়ুন : উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গাজীপুরের কালিয়াকৈরে বাল্যবিবাহ পন্ড।