নিজস্ব প্রতিবেদক : দুনিয়ায় আল্লাহর মনোনীত কিছু ঘর আছে, যেখানে বান্দা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত হয়; আল্লাহর পবিত্রতা ঘোষণা করে।সেখানে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়।
সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। সেটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (মুসলিম, হাদিস : ১৪১৪) মসজিদ হলো মুসলিম সমাজের মূলকেন্দ্র।
এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই-নববী স্থাপন করেন।
এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারি, হাদিস : ৪৫০)
তেমনি এক আল্লাহ ভিরু এবং দেশ প্রেমিক যুব নেতা পল্লবী থানা যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলী আড্ডু সেই সুযোগ পেয়েছেন ।৭জানুয়ারী রাজধানীর মিরপুর ১১নং বড় মসজিদ, মোয়াজ্জেম জামে মসজিদ এর নতুন কমিটিতে শেখ মোহাম্মদ আলী আড্ডু কে সহ-সভাপতি পদে নির্বাচিত করেছেন মসজিদ কমিটি ।
কুরআন হাদিসে স্পস্ট বলা আছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই নিজের কাজে বেছেনেন তাই এই যুবনেতা সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সকলের জন্য কাজ করতে পারেন।
আরও পড়ুন : আবার বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ