বৃহস্পতিবার সকার ১১ থেকে রাজধানীর মিরপুর বেগুনটিলা লাল মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রিকেট ট্রাই সিরিজের ফাইনাল খেলার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর নব-নির্বাচিত উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর, আলহাজ্ব আব্দুল রহমান, সভাপতি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, আলহাজ্ব কদম আলী মাদবর, ইঞ্জি: এস.এম.বাবলুর রহমান, সহ অন্যন নেতা কর্মীরা।

আয়োজিত ক্রিকেট খেলাতে অংশগ্রহন করেন, মিরপুর ইয়াং ক্রিকেটার্স ও মীরপুর এফ,,এন,,এফ।
খেলার শুরুতে টচ জিতে প্রথম ব্যাটিং এ নামেন মিরপুর ইয়াং ক্রিকেটার্স এর দুই দুর্দান্ত ব্যাটসম্যান ধিরে ধিরে মোট ১৭১ রানের টার্গেট দেন তারা। পরে ১৭১ রানের টার্গেট নিয়ে মাঠে নামেন মীরপুর এফ,,এন,,এফ ২০ অভারে ১৭১ রান করে ৪ উইকেটে খেলা জিতেছে তারা।

সে সময় মিরপুর ইয়াং ক্রিকেটার্স এর অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ আলী আড্ডু ও মীরপুর এফ,,এন,,এফ এর অধিনায়কের দ্বায়িত্ব পালন মোঃ পারভেজ মোল্লা।
আরও পড়ুন : কমলগঞ্জে ধলাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার