Facebook
Twitter
WhatsApp

রাতে স্কুলে ঢুকে প্রশ্ন চুরি করতে গিয়ে ধরা খেল ছাত্রী

image_pdfimage_print

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতের আঁধারে বিদ্যালয়ে ঢুকে প্রশ্ন চুরি করতে গিয়ে ধরা পড়েছেন দশম শ্রেণির এক ছাত্রী। শনিবার রাত ১টার দিকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার গভীর রাতে এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র চুরি করতে বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে ঢোকেন দশম শ্রেণির ওই ছাত্রী। এরপর আগে থেকে বানানো তালার চাবি দিয়ে প্রধান শিক্ষকের কক্ষে ঢোকেন। পরে একে একে কয়েকটি আলমারির তালা ভাঙতে থাকেন। এ সময় তালা ভাঙার শব্দ শুনে ভেতরে গিয়ে মেয়েটির হাতে ছুরি দেখতে পান পাশের কক্ষে থাকা নাইটগার্ড ফজলু। একপর্যায়ে নাইটগার্ডকে ফাঁসানোর ভয় দেখান এ ছাত্রী। তবে মেয়েটিকে ছেড়ে দেওয়ার আশ্বাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদের বাসায় নিয়ে যান নাইটগার্ড ফজলু।

এরপর প্রশ্নপত্র চুরির কথা স্বীকার করেন মেয়েটি। পরে মানবিক বিবেচনায় রাতেই ওই ছাত্রীর মা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে বিষয়টি জানান লাল মাহমুদ। এরপর মেয়েটিকে নিয়ে যান তারা।

ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ বলেন, প্রশ্নপত্র চুরি করে বিক্রির জন্য ছেলেদের পোশাক পরে গভীর রাতে বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে ঢোকেন ওই ছাত্রী। তবে আগেই ফিল্মি স্টাইলে বিদ্যালয়ের তালার ছবি তুলে চাবি বানিয়ে রেখেছেন।

তিনি বলেন, এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন চুরি করে বন্ধুদের কাছে বিক্রি করবেন বলে আমাদের জানিয়েছেন মেয়েটি। তবে মানবিক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ কাজে জড়িত থাকার দায়ে আমাদের বিদ্যালয়ের এক ছাত্রীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইশরাত জাহান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x