Facebook
Twitter
WhatsApp

র‍্যাঙ্কিংয়ে দুইয়ে সাকিব, শীর্ষে উঠার হাতছানি

image_pdfimage_print

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দল। এরই মধ্যে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েও গেছে। দল হিসেবে বাংলাদেশ ভালো করতে না পারলেও অধিনায়ক সাকিব ছিলেন বেশ উজ্জ্বল। ব্যাট হাতে দুই ইনিংসেই পেয়েছেন ফিফটির দেখা। প্রথম ইনিংসে ৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে সাকিব করেন ৬৩ রান। এছাড়া প্রথম ইনিংসে একটি উইকেটও পান সাকিব।

এরই সুফল পেয়েছেন সাকিব টেস্ট ফরম্যাটে আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থানের খুব কাছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুয়ায়ী, এই ফরম্যাটে দুই ধাপ এগিয়ে তিনি এখন অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে। সাকিবের সামনে এখন কেবল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশে বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে দুই ফিফটি আর একটি উইকেট শিকার করে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলে সাকিব এখন দুই নম্বরে। সাকিবের রেটিং ৩৪৬। আর শীর্ষে থাকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার রেটিং ৩৮৫। দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করে জাদেজার আরও কাছে যাওয়ার সুযোগ পাবেন সাকিব।

সাকিব ছাড়া বাংলাদেশিদের মধ্যে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ বিশে আছেন মেহেদী হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ১৬৮। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় র‍্যাঙ্কিংয়ে তার এক ধাপ অবনমন হয়েছে।

আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে টেস্ট ফরম্যাটে শীর্ষ পাঁচ : ১. বারীন্দ্র জাদেজা (ভারত): ৩৮৫, ২. সাকিব আল হাসান (বাংলাদেশ): ৩৪৬, ৩. রবিচন্দ্রন অশ্বিন (ভারত): ৩৪১, ৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ): ৩২৯, ৫. বেন স্টোকস (ইংল্যান্ড) : ৩০৭ ।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x