ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে লাইফ পেয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান। প্রথম ওভারেই রিজওয়ানকে আউট করার সুযোগ ছিল ইংল্যান্ডের হাতে। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
অধিনায়ক বাবর আজমের সঙ্গে ওপেন করতে নামেন রিজওয়ান। প্রথমে বোলিং করেন বেন স্টোকস। শুরুতেই নো-বল করেন স্টোকস। তার পরেই ওয়াইড বল করেন এই অলরাউন্ডার। প্রথম বলেই ফ্রি-হিট পেয়ে যান রিজওয়ান। তবে তা কাজে লাগাতে পারেননি।
ওভারের দ্বিতীয় বলে ২ রান নেন রিজওয়ান। চতুর্থ বলে রিজওয়ানকে রান-আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন জর্ডন। শেষ বলে ৩ রান নেন বাবর। প্রথম ওভারে ৮ রান ওঠে।
বিশ্বকাপের ফাইনালে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
এই সংবাদ দেখেছেন
৬৭