সংশোধন সর্বদাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দুর্দান্ত সুযোগ অফার করে থাকে। একটি দীর্ঘ সময় পরে বাজারে অক্টোবর মাসে বড়সড় সংশোধন লক্ষ্যণীয় হয়েছে। কিন্তু, এই সংশোধনের কারণেই বাজার প্রচন্ডরকম অস্থির হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের একটি বড় অংশ স্টক ক্রয় করার জন্য নগদ নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু, এই মুহূর্তে স্টক মার্কেটে বিনিয়োগ আসতে দেখা যাচ্ছে না। পরিবর্তে ধারাবাহিকভাবে নীচের দিকে নামছে নিফটি ও সেনসেক্স। বাজার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কারণে অধিকাংশ বিনিয়োগকারীরা স্টক ক্রয় করার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। পরিবর্তে বিক্রির চাপ বাড়ছে। বাজারে আসন্ন সময়টি কেমন হতে চলেছে সেই বিষয়টিকে নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে।বাজারে এই মুহূর্তে কী বিনিয়োগের সুযোগ রয়েছে? বিনিয়োগকারীদের স্টক ক্রয় করার ক্ষেত্রে কী ধরনের কৌশলই বা অবলম্বন করা উচিত? সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে নিজের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে উল্লেখ করেছেন Teji Mandi –এর রিসার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট Raj Vyas । বিশেষজ্ঞদের একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি। বেশ কয়েকটি খাতে নজর রাখার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞ। পড়ে নিন তাঁর সম্পূর্ণ বক্তব্য-
বিগত কয়েক সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য কঠিন হয়েছে। স্টক মার্কেট প্রচন্ডরকম অস্থির। বাজারের এই পতনের পিছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে একটি অবশ্যই বিদেশি বিনিয়োগকারীদের থেকে আসা বিক্রয়। এছাড়াও আয়ের পরিসংখ্যানও প্রচন্ডরকম দুর্বল হয়েছে। বাজার ব্যয়বহুল অবস্থানে পৌঁছে গিয়েছিল। এবিষয়ে কোনও সন্দেহ নেই। এই সমস্ত কারণেই আমরা অস্থিরতার উচ্চ চাপ অনুভব করেছি।তবে এই সমস্ত বিষয়গুলির নেতিবাচক প্রভাব সত্ত্বেও আমার মতে দেশের শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী বৃদ্ধির সম্ভাবনা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে লক্ষ্যণীয় হওয়া অস্থিরতা, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলির কারণে দীর্ঘমেয়াদী প্রবণতার উপর কোনওরকম নেতিবাচক প্রভাব পড়েনি। বিনিয়োগের সুযোগও অবশ্যই রয়েছে।
বাজার খুব অস্থির। আমরা প্রায় 10 শতাংশের কাছাকাছি সংশোধন দেখতে পেয়েছি। বেশ কিছু স্টকে প্রায় 30 থেকে 40 শতাংশের কাছাকাছি সংশোধন দেখা গিয়েছে। এই সমস্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে বাজারে স্পষ্টভাবেই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য স্টক ক্রয়ের আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে। আমরাও এই মুহূর্তে সম্পূর্ণভাবে বিনিয়োগের মধ্যে রয়েছি। সেই সমস্ত অংশেই বিনিয়োগের লক্ষ্য রাখা উচিত যেগুলির মূল্যায়নকে আকর্ষণীয় দেখাচ্ছে। বেশ কয়েকটি সেক্টরে এই মুহূর্তে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ রয়েছে। আমরা বর্তমানে শিল্প, আইটি, কনজিউমার স্ট্যাপল, বেসরকারি ব্যাঙ্ক এবং আবাসন খাতের উপর খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখছি। এই প্রত্যেকটি খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ রয়েছে।