Facebook
Twitter
WhatsApp

সাইকেল নিয়ে বেরিয়ে লাশ হলো মাদরাসাছাত্র

image_pdfimage_print

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে এহসানউল্লাহ (১৭) নামে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুরছালিন (১৭) নামে তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
মৃত এহসান নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের আমতলী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে। সে জেলা শহরের মধ্যপাড়া মারকাজুল আবরার আল ইসলামি মাদরাসার আদব বিভাগের ছাত্র ছিল।

আটক মুরছালিন জানায়, সে ও এহসান রাতে দুটি সাইকেল নিয়ে বের হয়। তারা শহরের ফ্লাইওভারে সাইকেল চালাচ্ছিল। এহসান উল্লাহর সাইকেলটির সামনে ছিল। কিছুক্ষণ পর সে দেখে এহসান আশিক প্লাজার সামনে অচেতন হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারকাজুল আবরার আল ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমেদ বলেন, আমাদের মাদরাসাটি আবাসিক। আমাদের এখানে ১২৫ জন ছাত্র রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলে। মুরছালিন ও এহসান উল্লাহ কাউকে না বলে মাদরাসা থেকে বের হয়েছে। পরে জানতে পারি, এহসান উল্লাহর মরদেহ হাসপাতালে।

শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ূন কবির জানান, এহসান উল্লাহর সহপাঠী মুরছালিন অসংলগ্ন কথাবার্তা বলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি রহস্যজনক। মৃত্যুর কারণ এখন কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x