1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
সাইফপুত্রও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন পাপারাজ্জিদের দেখে

ঢাকা, বাংলাদেশ ||

বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাইফপুত্রও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন পাপারাজ্জিদের দেখে

  • প্রকাশ : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭ জন দেখেছে
সাইফপুত্রও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন পাপারাজ্জিদের দেখে
খবরটি শেয়ার করুন

সম্প্রতি বলিউডের এক হাইপ্রোফাইল দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ইব্রাহিম আলি খান। আর সেখানেই ঘটে বিপত্তি। পাপারাজ্জিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে যান তিনি। এরপরই তাদের ওপর প্রায় চড়াও হন।

google news

বিনোদন জগতের সেলিব্রিটিরা কোথাও গেলে তাদের ঘিরে চারদিকে হাজারও ক্যামেরা থাকে। পাপারাজ্জিদের চেঁচামেচি আর ছোটাছুটি সব সময়েই প্রচারের আলোয় থাকে। তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সালমান খান, শহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার।

রাবিনা টেন্ডনের মেয়ে রাসার সঙ্গে গিয়েছিলেন ইব্রাহিম, পাপারাজ্জিরা তার একার ছবি তোলার জন্য অনুরোধ করেন। রাসা তাদের কথা রাখলেও সাইফপুত্র তখন ফোনে ব্যস্ত ছিলেন। তারপর তড়িঘড়ি রাসাকে গাড়িতে তোলেন ইব্রাহিম।

আরও পড়ুন : মা হলেন ‘বার্বি’ অভিনেত্রী

এরপর পাপারাজ্জিরা তাকে ছবি তোলার অনুরোধ করতেই, একজনের হাত ধরে ইব্রাহিম জিজ্ঞেস করেন— ‘কি ছবি চাই? পাবেন না। আমি বাড়ি যাব এখন।’ বলিউডে পা দেওয়ার আগেই বারবার খবরের শিরোনামে উঠে আসেন ইব্রাহিম আলি খান।

ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প বলিউডে কান পাতলেই শোনা যায়। কখনো খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবার কখনো কোনো রহস্যময়ী নারীর। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে সাইফপুত্রকে। তবে এদিনের দিওয়ালি পার্টিতে অবশ্য রবিনা টেন্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেই দেখা গেল ইব্রাহিমকে। যার সঙ্গে মাসখানেক আগেই সোহেলপুত্র আরহান খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর