সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাহাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন কুমার দাস (৪০) পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের কালিপদ দাসের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্বপন দাসের ছেলে সাগর জানায়, তার বাবা পেশায় একজন লেবার। মাঝে মধ্যে ওয়েল্ডিংয়ের কাজও করেন। বুধবার সকালে বাড়ি থেকে কাজ করার উদ্দেশ্যে বের হন। এরপর ডুমুরিয়ার সাহাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুইজন আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।