বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে বুধবার (৪ জানুয়ারি) গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড এক দিনের জন্য তাদের কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) করেছে। এই দায়িত্ব পেয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ঝাঁঝালো বক্তব্য দিলেন সাকিব।
তিনি সাংবাদিকদের বললেন, বিপিএলে যা তা অবস্থা। এই টুর্নামেন্ট থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ অনেক বেটার ওয়েতে হয়। নিজে বিপিএলের দায়িত্ব পেলে এই বেহাল চিত্র এক থেকে দেড় মাসের মধ্যে বদলে দিতে পারবেন বলেও মন্তব্য তার।
তিনি বলেন, আমাকে যদি বিপিএলে সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে।
এই সংবাদ দেখেছেন
৪৯