1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, আরও পাঁচজন গ্রেপ্তার
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, আরও পাঁচজন গ্রেপ্তার

  • প্রকাশ : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০ জন দেখেছে
সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, আরও পাঁচজন গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ নম্বর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

google news

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন মাহফুজ মিয়া, আমিনুল, আলমগীর, রেশমা ও রাসেল। তারা সবাই পোশাক শ্রমিক।

বিকেলে তাদের আদালতে হাজির করে ভাষানটেক ও কাফরুল থানা-পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা সংশ্লিষ্ট দুই তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। এ ঘটনায় ভাষানটেক থানায় ও কাফরুল থানায় দুটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন : গাজীপুরে আবাসিক হোটেল পুলিশের হানা, ধরা পড়লেন ২১ তরুণ-তরুণী

মামলার অভিযোগে বলা হয় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযান পরিচালনা করে গতকাল শনিবার মাহফুজ মিয়া ও আমিনুলকে কাফরুল থানার মামলায় এবং আলমগীর, রেশমা ও রাসেলকে ভাষানটেক থানার মামলায় গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার ভাষানটেক থানায় মামলায় গ্রেপ্তার করে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।

youtube

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews