রাজবাড়ীর গোয়ালন্দে মো. আলামীন (১৪) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫০ লাখ মুক্তিপণ দাবি করেছে।
গত মঙ্গলবার বিকালে ফুটবলের কোচিং করতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আলামিন উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুদুখানপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে ও দুদুখান খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গিয়ে সে নিয়মিত ফুটবলের কোচিংয়ে অংশ নিত। তার বাবা ঢাকায় ড্রাইভিং পেশায় নিয়োজিত। চার ভাইয়ের মধ্যে সে তৃতীয়।
নিখোঁজ আলামিনের মা নার্গিস খাতুন বলেন, মঙ্গলবার বিকাল ৩টায় তার ছেলে বাড়ি থেকে কলেজ মাঠে যায় ফুটবলের কোচিংয়ে অংশ নিতে। এরপর আর বাড়িতে ফেরেনি। শুক্রবার দুপুরে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল করে ছেলের মুক্তির জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেলে তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আলামিনকে উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।