13.3 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

নির্বাচনের মাঠে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর...

উন্নয়ন-অর্জন এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

নিপুণ রায়সহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কেরানীগঞ্জে মামলা

রাজধানীর কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর...

পুলিশের কর্মকাণ্ড নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এই...

স্পর্শকাতর জায়গায় গার্ড না পরেই ব্যাটিংয়ে মুজিব, পরে যা হলো

খেলাধুলাস্পর্শকাতর জায়গায় গার্ড না পরেই ব্যাটিংয়ে মুজিব, পরে যা হলো
খবরটি শেয়ার করুন

আন্তর্জাতিক ক্রিকেটে দুজন ব্যাটার ক্রিজে থাকাকালীন সময়ই ব্যাটিং করা দলের আরেকজনকে সাজঘরে বা ডাগআউটে গোপনাঙ্গে গার্ড পরে প্রস্তুত থাকতে হয়। কারণ একজন আউট হলেই তৎক্ষণাৎ মাঠে নামতে হয় তাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে না নামলে তাকেও আউট ঘোষণা করতে পারেন আম্পায়াররা।

এদিকে চলতি বিশ্বকাপে ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেই গার্ড না পরেই মাঠে নামেন আফগানিস্তানের লোয়ার অর্ডার ব্যাটার মুজিব উর রহমান। ধারণা করা হচ্ছে, সে সময় দ্রুত উইকেট খোয়াচ্ছিল আফগানরা। তাই তৈরি হওয়ার সময় পাননি তিনি।

আইসিসির এক ভিডিওতে দেখা যায়, মুজিবের এমন কাণ্ডে মাঠে ও মাঠের বাইরে হাসির রোল পড়ে যায়। অট্টহাসিতে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। এমনকি ধারাভাষ্যকাররাও এ সময় না হেসে থাকতে পারেননি।

ম্যাচের প্রথম ইনিংসের ৩৪.২ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ময়দান ছাড়েন রশিদ খান। এতে দলীয় ১৫০ রানে ৭ উইকেট হারায় আফগানিস্তান। পরে চটজলদি ব্যাট হাতে মাঠে নামেন মুজিব। নামার পরে বুঝতে পারেন, বড় ভুল করেছেন তিনি।

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গের গার্ড নিতে ভুলে গিয়েছিলেন মুজিব। সেখানে বল লাগলে হতে পারতো বড় বিপদ। অ্যাবডোমেন গার্ড ক্রিকেটের পরিভাষায় যেটি বক্স নামে পরিচিত। সেটি ছাড়াই মাঠে নেমে পড়েন তিনি।

বক্স ছাড়া ব্যাট করা অসম্ভব। ফলে অস্বস্তিতে পড়েন মুজিব। বিষয়টি টের পেয়ে তার কাছে এগিয়ে যান টাইগার ক্রিকেটাররা। শেষমেশ বিষয়টি উপলব্ধি করতে পেরে হেসে ফেলেন তারা। এ নিয়ে তার সঙ্গে মশকরা করেন লিটন দাস।

পরে সাজঘর থেকে হাতে করে গার্ডটি নিয়ে দৌড়ে মাঠে নামেন মুজিবের সতীর্থ। যথাসম্ভব লুকিয়ে সেটি মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ক্যামেরায় তা ধরা পড়ে যায়। সেসময় ধারাভাষ্যকাররা মজা করে বলেন, লুকানোর চেষ্টা করা বৃথা। আমরা সবাই দেখে ফেলেছি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles

x