ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অনেক আগেই শোবিজে ভালো অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ে ব্যস্ত সময় কাটালেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই অভিনেত্রী। তাই তো মাঝে মাঝেই শোবিজের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে নানা মতামত তুলে ধরেন লাস্যময়ী এই সুন্দরী।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন তারকা অভিনেত্রী। ছবিতে সাদা ও হালকা অলিভ রঙের পোশাকে চমৎকার দেখাচ্ছে তাকে। আর সাবলীল চাহনিতে আরও লাস্যময়ী লাগছে প্রভাকে।
জনপ্রিয় এই অভিনেত্রী ছবির সঙ্গে কয়েক লাইনের একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তাতে লিখেছেন, আপনি বুঝতে পারবেন না যে একজন ব্যক্তি কীভাবে নিজের স্বার্থ পূরণ করতে পারে। কারো ভালো কথা, ভালো ব্যবহার, ভালো চেহারার মধ্যেই তার নিজের স্বার্থ লুকিয়ে থাকে।
তিনি আরো লিখেছেন, যখনই তা পূরণ হবে, তাদের কাছে আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে। তারা আপনাকে বোঝা হিসেবে বিবেচনা করা শুরু করবে। নিজের ভালোর জন্য এমন লোকদের এড়িয়ে চলুন।
প্রভার এমন স্ট্যাটাসটি অবশ্য তার নিজস্ব মতামত নয়। এটি সংগৃহীত কথা। উদ্ধৃত অংশটুকু ফৌজিয়া খান দিশার বলে উল্লেখ করেছেন তারকা।
প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।