করোনা রোগীদের জন্য ৭দিন আগে আবুল খায়ের কোম্পানি ৮টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেয়। সেগুলো হাসপাতালের করোনা ইউনিটের নিচ তলায় খোলা স্থানে রাখা হয়েছিল।
বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সেগুলোর মধ্যে ১টি সিলিন্ডারের মুখ খোলার সময় বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় বাকি ৭ টিতেও গ্যাস অটোমেটিক চলে যায়। এসময় আতংকে করোনা রোগীরা ছুটোছুটি করলে কয়েকজন মেঝেতে পড়ে সামান্য আহত হন।
রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কোনো রোগী হতাহত হয়নি। যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছার কারণে আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম বলেন, অল্পের জন্য আল্লাহ রক্ষা করেছেন। কোনো রোগী হতাহত হয়নি। ভয়ে দোতলার করোনা ইউনিটের রোগীরা ছোটাছুটি করেছেন। পরে সব কিছু নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে সব রোগীকে শান্তনা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এই সংবাদ দেখেছেন
৭,৩৯৭