ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝোলানোর আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ শুক্রবার ঢাবির ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ এ ঘোষণা দেন তারা।
সমাবেশে ঢাবি শিক্ষার্থীদের ‘শোনো ভাই শোনো বোন, ঢাবির কোনো শাখা নেই’, ‘অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল কর, ঢাবিকে মুক্ত কর’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, ‘২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের এ দাবি মেনে নেননি। এখন সাত কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চায়। তাহলে আবার কেন তাদের অধিভুক্তই রাখা হচ্ছে? আমাদের মেয়েদের জন্য হলে সিট নেই। মেয়েদের হল নির্মাণের চিন্তা না করে তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর সাত কলেজের জন্য আলাদা ভবন করার কথা বলে?’
এ সময় তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ‘যদি ৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজকে ঢাবি অধিভুক্ত থেকে বাতিল না করা হয় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলবে।
আরও পড়ুন : কাকরাইলসহ আশপাশের এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আশিকুর ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে সাত কলেজকে আলাদা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তাদের টনক নড়ছে না। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সাত কলেজকে নাকি ঢাবির অধিভুক্তই রাখা হবে। আবার তাদের জন্য নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আলাদা প্রশাসনিক ভবন করা হবে।’
তিনি বলেন, ‘আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ঢাবি ক্যাম্পাসে যদি একটি ইটও গাঁথা হয়, সেটা হবে মেয়েদের হলের জন্য, অন্য কারও জন্য না।’