বাংলাদেশ জাতীয় দল বা ঘরোয়া টুর্নামেন্ট সবখানেই লেগস্পিনাররা উপেক্ষার শিকার। এবার তো গত কয়েক বছর সফলতা পাওয়া রিশাদ হোসেনও এই তালিকায় যুক্ত করা হয়েছিল। কেননা বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের প্রথম দুই সেটেও তিনি অবিক্রিত ছিলেন এই লেগস্পিন অলরাউন্ডার। অবশেষে রিশাদকে তৃতীয় সেটে তামিম-মুশফিকদের ফরচুন বরিশাল দলে ভেড়াল।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজি।
রিশাদ হোসেন প্লেয়ার্স ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ছিলেন। তবে এই ক্যাটাগরিতে ১১ জনই দল পেয়েছেন শুরুর দিকে। কিন্তু তার অপেক্ষা ফুরিয়েছে তৃতীয় সেটে গিয়ে। বিপিএলের সর্বশেষ আসরে এই লেগ স্পিনার ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। তবে দলে থাকলেও খুব একটা খেলার সুযোগ পাননি।
এর আগে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিংয়ে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছিলেন রিশাদ। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি ডাক পেতে শুরু করেছেন। সামনে সুযোগ রয়েছে বিগ ব্যাশের দর হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার।