রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে আয়েশা আক্তার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল শেষে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।
নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাকছুদের রহমান।
পল্লবী থানা পুলিশ বলছে, দুই মাদক কারবারি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।
আরও পড়ুন : গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত
তিনি গণমাধ্যমকে জানান, পল্লবী বাউনিয়াবাঁধ এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা এক নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, মাদক কারবারিদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আরও কয়েকটি বিষয় সামনে নিয়ে নারীর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি মামুন সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে সে গুলি গিয়ে ওই নারীর মাথায় লাগে। এরই মধ্যে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ।