সংবাদসংস্থা মুম্বই: ‘মাসান’-এর মুখচোরা শালু হোক বা ‘মির্জাপুর’-এর ডাকাবুকো গোলু। বলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি তাঁর অভিনয় দক্ষতায় মন জয় করেছেন দর্শকের। সাদা, কালো কিংবা ধূসর চরিত্রের বাইরে বেরিয়ে এবার নিজেকে অন্যভাবে দেখতে চান অভিনেত্রী। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তাঁর কলকাতার প্রতি টান প্রসঙ্গে মুখ খোলেন শ্বেতা।
তিনি জানান, ছোটবেলায় তাঁর বাবার বদলি ছিল আন্দামানে। তখন বেশ কিছুটা সময় পরিবারের সঙ্গে কলকাতায় কাটান অভিনেত্রী। শ্বেতার কথায়, “কলকাতার পরিবেশ তখন অন্যরকম ছিল। সংস্কৃতি, শিক্ষা সবটাই খুব ভাল ছিল। বরাবরই এই শহরের প্রতি টান অনুভব করতে পারি।”
শ্বেতা আরও জানান, তাঁর স্বামী চৈতন্য শর্মা কিছু বছর আগে যখন ‘ময়দান’-এর শুটিংয়ের জন্য কলকাতায় এসেছিলেন তখন শ্বেতাও এসেছিলেন। চৈতন্যকে ‘ময়দান’-এ ‘পিকে ব্যানার্জি’র ভূমিকায় দেখা গিয়েছিল। তখন কলকাতায় এসে শাড়ি কিনেছিলেন বলেও জানান অভিনেত্রী।
শ্বেতার কথায়, “আমার গলার স্বর নিয়ে অনেকের থেকে অনেক খারাপ মন্তব্য শুনেছি। কিন্তু একবার একজন পরিচালক আমায় বলেছিলেন আমার চোখের মধ্যে একটা মায়া রয়েছে। আমি যদি কোনও বাংলা ছবিতে কাজ করি, তাহলে ভাল হবে। আমি নিজেও চাই বাংলায় কাজ করতে। নতুন চরিত্রে নিজেকে পর্দায় দেখার ইচ্ছা সব অভিনেত্রীর রয়েছে। আমিও ব্যতিক্রম নই। শুধু সুযোগের অপেক্ষায় আছি।”