1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
বিপুল ভোটে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

বিপুল ভোটে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

  • প্রকাশ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯ জন দেখেছে
বিপুল ভোটে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
খবরটি শেয়ার করুন

১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। আজ অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। সভাপতি পদে নির্বাচন করেছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী। আজকের নির্বাচনে মিজানুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ।

রাজধানীর একটি হোটেলে আজ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিয়েছেন মোট ১২৮ জন (১৩৩ জনের মধ্যে) কাউন্সিলর। এর মধ্যে তাবিথ পেয়েছেন মোট ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর পেয়েছেন মাত্র ৫ ভোট। নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন এই ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : অলিম্পিক এসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এর আগে বাফুফের সহসভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন এই সাবেক ফুটবলার ও সংগঠক। গত নির্বাচনেও সহসভাপতি পদে প্রার্থী হয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহিউদ্দিন মহির কাছে হেরে যান তাবিথ। আগামী ৪ বছর বাফুফের সভাপতি থাকবেন তিনি।

আজ সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ নির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ২০টিতে নির্বাচন হয়। তরফদার রুহুল আমিন সরে দাঁড়ালে আগেই সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। সভাপতি পদে ২টি ছাড়াও সহ-সভাপতিতে ৪টি পদের বিনিময়ে নির্বাচন করেন ৬ জন ও ১৫টি সদস্য পদের বিপরীতে নির্বাচন করেন ৩৭ জন।

২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফের সভাপতি হওয়া সালাউদ্দিন টানা পঞ্চমবারের মতো বাফুফে সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু সরকারের পটপরিবর্তনের পর তার এই আশা পূরণ হয়নি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।আজ শনিবারই ছিল সালাউদ্দিনের শেষ কর্মদিবস। নির্বাচনের আগে বাফুফে কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সালাউদ্দিন।

 

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews