রাজধানীর মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো মোঃ বিল্লাল হোসাইন (৩৯)। এসময় তার হেফাজত থেকে ২৩ কার্টুন আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) জব্দ করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার একটি টিম শনিবার (১৬ নভেম্বর ২০২৪খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন ব্যক্তি মিরপুর থানার জনতা হাউজিং গেইটের সামনে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাত ১১:৫০ ঘটিকায় বিল্লাল হোসাইনকে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত বিল্লাল ও পলাতক আসামি মোঃ মনিরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত বিল্লাল চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত বিল্লাল মামলার অন্য পলাতক আসামী মোঃ মনিরের সাথে পরস্পর যোগসাজসে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট দেশে এনে মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃত বিল্লালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত পলাতক আসামি মোঃ মনিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।