1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
মুমিনুল-মোসাদ্দেক দল পাননি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

মুমিনুল-মোসাদ্দেক দল পাননি

  • প্রকাশ : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১০ জন দেখেছে
মুমিনুল-মোসাদ্দেক দল পাননি
খবরটি শেয়ার করুন

বিপিএলের এবারের প্লেয়ার্স ড্রাফটে জাতীয় দলের মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন অবিক্রিত থেকে গেলেন। এ নিয়ে টানা দুই আসরে ড্রাফটে দল পাননি মুমিনুল। আর প্রথমবার মোসাদ্দেক হোসেন ড্রাফটে দল পেলেন না।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র‌্যাঞ্চাইজি।

দেশি এই দুই ক্রিকেটার ক্যাটাগরি ‘সি’–তে ছিলেন। তবে সেখানে থাকা ২২ জনের মধ্যে এ দুজনই কেবল দল পাননি। গত আসরেও মুমিনুল দল না পাওয়ার পর রংপুর রাইডার্স আসরের মাঝপথে স্কোয়াডে যুক্ত করে। তবে খেলেছিলেন মাত্র এক ম্যাচ।

ক্যাটাগরি ‘সি’–তে থাকা মোসাদ্দেক হোসেন গত আসরে খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যদিও এবার দলটি নাম ও মালিকানা পরিবর্তন করে এসেছে। গত আসরে অলরাউন্ডার মোসাদ্দেক ৯ ম্যাচ খেলে বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ৯১ রান এবং ৩টি উইকেট পেয়েছেন।

এদিকে আসন্ন আসরের জন্য রিশাদ হোসেনকে এক লাফে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। যদিও গত আসরে ছিলেন ‘ই’ ক্যাটাগরিতে। তবে ৬০ লাখ টাকা সমমূল্যের ক্যাটাগরিতে অনেকক্ষণ দল পাননি। যদিও প্লেয়ার্স ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই দল পেয়েছেন শুরুর দিকে। শেষে তিন নম্বর সেটে এসে ৮৫তম খেলোয়াড় হিসেবে তাকে দলে নেয় ফরচুন বরিশাল।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews