মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। এ সময় জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালামসহ প্রশাসনের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে শহরের মনু নদীর প্রতিরক্ষা বাঁধের চারটি ঝুঁকিপূর্ণ স্থান, মনু ব্যারেজ, চাঁদনীঘাট ব্রিজ, পৌরসভার ওয়াকওয়ে ও রাজনগর উপজেলার কদমহাটা এলাকার মনু নদীর বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এই সেনা কর্মকর্তা।
এরপর এই সেনা কর্মকর্তা জেলার বন্যা দুর্গত কয়েকটি এলাকা পরিদর্শন করেন। দূর্যোগপূর্ণ সময়ে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে অতীতের মতো থাকবে বলেও জানান। এ সময় তিনি বানের পানিতে আটকেপড়াদের উদ্ধারে চারটি স্পিডবোড দেওয়ার কথা জানান। এ ছাড়া ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত সব বাঁধ মেরামতেরও আশ্বাস দেন।
এদিকে সরকারিভাবে সাত উপজেলায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২৩৫ মেট্রিক টন। এর মধ্যে বড়লেখা উপজেলার ৪০ মেট্রিক টন, জুড়ী উপজেলায় ৩০ মেট্রিক টন, কুলাউড়া উপজেলায় ১৫ মেট্রিক টন, রাজনগর উপজেলায় ৩০ মেট্রিক টন, মৌলভীবাজার সদর উপজেলায় ৫০ মেট্রিক টন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ মেট্রিক টন, কমলগঞ্জে ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সাত উপজেলায় ১২ লাখ টাকা নগদ অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।