1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ

  • প্রকাশ : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২ জন দেখেছে
শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ
খবরটি শেয়ার করুন

অনেকদিন ধরেই সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনেরর দাবি জানিয়ে আসছিল সেই কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বেশ কয়েকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। একই দাবিতে আজকেও মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বিশাল এক মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরেই কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছিল নোয়াখালী থেকে আসা আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস। মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন।

কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। ট্রেনটি পরে সেখান থেকে চলে যায়। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এবং এক শিশুসহ ৫ জন রেলযাত্রী আহত হয়। শিক্ষার্থীরা এখনো রেলপথ অবরোধ করে রেখেছে। আপাতত ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ।

ঘটনাস্থলে এপিসি ও জলকামান নিয়ে পুলিশ মোতায়েন রয়েছে। গণমাধ্যমকে শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ তুলবে না। তাঁদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews