1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
সাকিবকে দেশে না ফেরানোর কারণ বললেন আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

সাকিবকে দেশে না ফেরানোর কারণ বললেন আসিফ মাহমুদ

  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯ জন দেখেছে
সাকিবকে দেশে না ফেরানোর কারণ বললেন আসিফ মাহমুদ
খবরটি শেয়ার করুন

দেশের মাটিতে আর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হচ্ছে না সাকিব আল হাসানের। কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল সাদা জার্সিতে সাকিবের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। ম্যাচে বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের দলেও জায়গা হয়েছিল তার।

ম্যাচ খেলতে নিউইয়র্ক থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা-ও দিয়েছিলেন সাকিব। আজ রাতে দেশে পা দেওয়ার কথা ছিল তার। তবে দুবাইয়ে ট্রানজিট নেওয়ার সময়ই গতকাল সন্ধ্যায় তাকে দেশের বিমান ধরতে না করে দেওয়া হয় বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। সাকিব জানিয়েছেন, নিজের জন্য নিরাপদ মনে না হওয়ায় দেশে ফিরছেন না তিনি।

সাকিবের নিরাপত্তার বিষয়ে অবশ্য কয়েকদিন আগে সবুজ সংকেত দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে আসিফ বলেছিলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’

আজ সাকিবের দেশে না আসার বিষয়ে আসিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তাই তাকে দেশে না আসার পরামর্শ দিয়েছি। বিদায়ী টেস্ট খেলতে মিরপুর আসবেন না সাকিব আল হাসান।

সাকিব যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য অনেক আগে থেকেই আন্দোলন করে আসছেন কিছু লোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মিরপুরে স্টেডিয়াম এলাকায় হয়েছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews