সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয় হারিছ ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব শফিউল আজিম।
তিনি বলেন, ‘তাঁরা দুজন (হারিছ ও জোসেফ) দুটি করে চারটি এনআইডি করেছে। এগুলো নিয়মকানুন না মেনে করা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী এবং তদন্তের ভিত্তিতে এটি ব্লক করা হয়েছে।’
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে তাঁরা জাতীয় পরিচয়পত্রের কোনো সুবিধা পাবেন না।
আরও পড়ুন : ৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজকে বাতিলের আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের