Facebook
Twitter
WhatsApp

বাঘায় ভ্যান ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে ছুরিকাঘাত, আটক ২

image_pdfimage_print

 

রাজশাহীর বাঘায় যাত্রী সেজে ভ্যান ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে ছুরিকাঘাত করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

১৫ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর-চাঁননগর সড়কে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সাজদার আলীর ভ্যানটি দুজন যাত্রী বিনোদপুর বাজার থেকে আলাইপুর যাবে বলে ৬০ টাকায় ভাড়া করেন।

ভ্যান নিয়ে হাবাসপুর-চাঁননগর সড়কের ফাঁকা জায়গায় পৌঁছলে যাত্রীরা থামতে বলেন। থামার সঙ্গে সঙ্গে তারা ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভ্যান দিতে না চাইলে তারা চালককে ছুরিকাঘাত করে।

এ সময় ভ্যানচালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর সময় জনগণ একজনকে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তার তথ্যমতে আরেকজনকে পুলিশ গ্রেফতার করে।

আটকরা হলেন— চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানা (২২) ও বড়বড়িয়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে হেলাল উদ্দিন (২৩)। বর্তমানে তারা চারঘাট উপজেলার খুদিরবটতলা সরকারি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে বসবাস করে বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানার (ওসি তদন্ত) আবদুল করিম বলেন, ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে একজন আটক হয়। পরে তারতথ্যমতে, আরেকজনকে আটক করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে এই চক্রের সঙ্গে কারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x