1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধান হবে: জেলেনস্কি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধান হবে: জেলেনস্কি

  • প্রকাশ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬ জন দেখেছে
ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধান হবে: জেলেনস্কি
খবরটি শেয়ার করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নেওয়ার পর আগের ধারণার চেয়ে দ্রুত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান হবে। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন জেলেনস্কি।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে, তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি।’

জেলেনস্কি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হবে, তবে আমরা এর নির্দিষ্ট দিন-তারিখ জানি না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি। আলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেওয়া নিয়ে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় সমালোচনা করতেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি ‘সংঘাতের সমাধান’ করবেন। তবে কীভাবে তা করবেন, এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

গত শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে নিবিষ্টভাবে কাজ করব। অবশ্যই এর অবসান হতে হবে।’

ইউক্রেনের আশঙ্কা, চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে অথবা তাদের রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হবে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews