1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের

  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৯ জন দেখেছে
বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের
খবরটি শেয়ার করুন

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। একইসঙ্গে নোয়াখালীর আটটি উপজেলা, খাগড়াছড়ির দীঘিনালা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নের সবকটিই বন্যায় প্লাবিত হয়েছে। এ ছাড়া নদ-নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ ও তিন বাহিনীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। বুধবার (২১ আগস্ট) বিকেলে চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার জন্য দোয়া করুন।

একটি শিশুর ছবি পোস্ট করে ক্যাপশনে চিত্রনায়িকা পরী মণি লিখেছেন, ‘আল্লাহ! কি করবো আমি! বুকের ভিতর দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো! আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন…আমি যাবো। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।’

সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে! যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে।’

চিত্রনায়িকা নিপুণ আক্তার লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল।’

সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লিখেছেন, ‘কুমিল্লা,ফেনী,নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে৷ পানি বন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সবাই যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন প্লিজ। সেনাবাহিনী,নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল। প্রতিটি ওয়ার্ডে  তরুণ, যুবকরা মিলে টিম গঠন করে মানুষকে সহযোগিতা করা অতি জরুরী হয়ে গেছে, অনুরোধ করবো সবাই এগিয়ে আসুন, বন্যায় কবলিত মানুষের পাশে থাকুন।’

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘যে যার সাধ্যমতো বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াই। সবাই মিলে এক হলে এমন বিপদ মোকাবিলা করা সহজ হবে। আল্লাহ সহায় হন। সামর্থ্য যদি ১০০ টাকা থাকে ওটা নিয়েই আগাই লজ্জার কিছু নাই।’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন।লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’

চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।

অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারাদেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো। বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।’। একই পোস্ট নিজের আইডি থেকে শেয়ার করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এ ছাড়া অভিনেত্রী নাদিয়া আহমেদ, সাদিয়া আয়মান, মনিরা আক্তার মিঠুসহ অনেক তারকা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews