বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত চলে যায় সংযুক্ত আরব-আমিরাতের ভেন্যুতে। বিশ্বকাপের পর এবার বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড ক্রিকেট। মূলত, ভ্রমণ সতর্কতার কারণে এই সিরিজ খেলতে আসতে পারছে না নিউজিল্যান্ড ‘এ’ দল।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে সফর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশগুলো তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।
আর ঠিক এ কারণেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আপাতত বাংলাদেশ সফর স্থগিত রেখেছে। তবে বিসিবি আশা করছে পরে কোনো এক ফাঁকা উইন্ডোতে তারা আসবে। অক্টোবরে ভারত সফরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশে সিরিজ রেখেছিল কিউইরা।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।’
উল্লেখ্য, দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের। ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।