উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে আজ মঙ্গলবার এ তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান।
তিনি বলেন, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সে হিসাবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।
দেশে ডিমের দাম বেড়েই চলেছে। এতদিন খুচরা পর্যায়ে প্রতিটি ডিম ১৫ টাকায় বিক্রি হলেও এখন তা ১৬ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে, ঢাকার সবচেয়ে বড় ডিমের বাজার তেজগাঁওয়ে আজ কোনো ডিমের ট্রাক আসেনি। ডিমের আড়তে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের প্রেক্ষিতে এখানকার ব্যবসায়ীরা ডিম বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।