সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ব্যাগভর্তি নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ বুধবার ভোর ৪টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। ব্যাগভর্তি টাকা ছিল সাবেক মন্ত্রীর বাসায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) হত্যার মামলায় উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
আরও পড়ুৃন : “‘মুক্ত বাতাসেও’ স্বস্তি মিলছে না নেতাকর্মীদের: অস্থিরতার ছায়া!”
এর আগে ড. আবদুস শহীদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরির্দশক (এসআই) আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।