আফ্রিকান ক্রিকেটার খেলা চালিয়ে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিরাট কোহলি। বয়স ৩৫-এর কোটা ছুঁয়েছে, তবু ব্যাট হাতে এখনো প্রতিপক্ষের জন্য ত্রাসের নাম তিনি। আইপিএলে তার চাহিদায় এখনো ভাটা পড়েনি। আগামী আসরের জন্য তাকে ২১ কোটি রুপিতে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে দামের দিকে কোহলিকেও ছাড়িয়ে গেছেন একজন, তার নাম হাইনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটার বোলারদের জন্য সাক্ষাৎ যম। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে নিয়ম করে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। তাই এবারও তাকে দলে রেখে দিতে বদ্ধপরিকর ছিল ফ্র্যাঞ্চাইজিটি।
শেষ পর্যন্ত ক্লাসেনের মেগা নিলামে যাওয়া ঠেকাতে পেরেছে হায়দরাবাদ। সেজন্য তার গুনতে হচ্ছে ২৩ কোটি রুপি। আইপিএল ইতিহাসে তার চেয়ে বেশি দামে আর কোনো ক্রিকেটারকে ধরে রাখার কীর্তি নেই।
আরও পড়ুন : শান্তই অধিনায়ক থাকছেন, আফগানিস্তান সিরিজের দল ঘোষণা
অবশ্য ২১ কোটি রুপি পারিশ্রমিক পেতে যাওয়া কোহলিও একটি রেকর্ড গড়েছেন। আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটির বেশি পারিশ্রমিক পাবেন তিনি।
আইপিএলের আগামী আসরে ১৮ কোটি রুপি আয় করবেন জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড় ও সঞ্জু স্যামসন।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে ওয়েস্ট ইন্ডিজের কিপার-ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ধরে রেখেছে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।