1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
আন্দোলনের উত্তাপে তিতুমীরের শিক্ষার্থীদের আবারও সড়ক দখল
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

আন্দোলনের উত্তাপে তিতুমীরের শিক্ষার্থীদের আবারও সড়ক দখল

  • প্রকাশ : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩ জন দেখেছে
আন্দোলনের উত্তাপে তিতুমীরের শিক্ষার্থীদের আবারও সড়ক দখল
খবরটি শেয়ার করুন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা কলেজে ফিরে যাবেন না। এরপর দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেয়া হয়। তাতে সাড়া দিয়ে বিকেল ৩টার দিকে সচিবালয়ে যায় তিতুমীরের ১২ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বাকিরা যখন সম্মিলিতভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছেন, তখন এককভাবে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি চাচ্ছেন তিতুমীর কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী।

২০০৫ সালে জগন্নাথ কলেজের সঙ্গেই বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল তিতুমীর কলেজের। তবে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানকে। ছাত্র-ছাত্রীদের দাবি, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরিকল্পনা করা হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন।

বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অবরোধ করায় ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশে রেল যোগাযোগ। বন্ধ হয়ে যায় সড়ক পথও। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে গত দুই মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের আন্দোলনে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তারা সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানের তাগিদ দেন।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews