1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
টাইগারের দাপট ‘বাঘি ৪’র ফার্স্ট লুকে, শুরুর আগেই উত্তেজনা তুঙ্গে
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

টাইগারের দাপট ‘বাঘি ৪’র ফার্স্ট লুকে, শুরুর আগেই উত্তেজনা তুঙ্গে

  • প্রকাশ : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪ জন দেখেছে
টাইগারের দাপট ‘বাঘি ৪’র ফার্স্ট লুকে, শুরুর আগেই উত্তেজনা তুঙ্গে
খবরটি শেয়ার করুন

‘সিংহম এগেইন’ সিনেমার সাফল্যের মাঝেই বড় খবর। এরই মধ্যে তার জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি ৪’ নিয়ে আসছেন টাইগার শ্রফ। তবে এবার একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাকে। হাতে এক হাতে ছুরি। আরেক হাতে মদের বোতল। ঠোঁটে ধরা সিগারেট। চারদিকে রক্তগঙ্গা। টয়লেট সিটে বসে টাইগার।

আজ সোমবার সকালে টাইগারের এহেন লুকে নেটপাড়ায় শোরগোল। ছবির সঙ্গে অভিনেতা একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন। তাতে লেখা ছিল, ‘একটি অন্ধকার আত্মা, একটি রক্তাক্ত মিশন। এবার সে আগের মতো নেই!’

‘বাঘি ৪’ পরিচালনা করবেন কন্নড় নির্মাতা এ হর্ষ। এর মধ্যে দিয়ে বলিউডে তার অভিষেক ঘটবে।

নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

২০১৬ সালে সাব্বির খান পরিচালিত প্রথম ‘বাঘি’ সিনেমার মাধ্যমে এ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এটি ছিল অ্যাকশন-ঘন থ্রিলার, যা ২০০৪ সালের তেলেগু সিনেমা ‘বর্ষম’ এবং ২০১১ সালের ইন্দোনেশিয়ান চলচ্চিত্র ‘দ্য রেইড: রিডেম্পশন’ থেকে অনুপ্রাণিত। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর ও সুধীর বাবু।

আহমেদ খান পরিচালিত দ্বিতীয় পর্ব ‘বাঘি ২’ মুক্তি পায় ২০১৮ সালে। এই সিনেমাটি ছিল তেলেগু সিনেমা ‘ক্ষনম’-এর রিমেক। এতে টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেছিলেন দিশা পাটানি, মনোজ বাজপেয়ী ও রণদীপ হুদা। ২০২০ সালে ‘বাঘি ৩’ মুক্তি পায়। সেটিও আহমেদ খান পরিচালনা করেছিলেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন টাইগার শ্রফ, রিতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর।

টাইগার শ্রফ ২০১৪ সালে বলিউডে তার অভিষেক ঘটান সাব্বির খান পরিচালিত ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘বাঘি’, ‘বাঘি ২’, ‘বাঘি ৩’, ‘ওয়ার’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’, ‘মুন্না মাইকেল’, ‘এ ফ্লাইং জাট’, ‘হিরোপান্তি ২’ এবং ‘গণপথ’-সহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সাম্প্রতিকতম উপস্থিতি ছিল ‘সিংহম অ্যাগেইন’ সিনেমায়।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews