1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে যানচলাচল বন্ধ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে যানচলাচল বন্ধ

  • প্রকাশ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০ জন দেখেছে
ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে যানচলাচল বন্ধ
খবরটি শেয়ার করুন

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সড়ক আটকে দেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

এর আগে, বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ১৫ জন।

নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

রাতে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খাগুরতা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, তারা তিন দফা দাবিতে সড়কে প্রায় ২ ঘণ্টা অবস্থান নেন। পরে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews